ADVERTISEMENT

Facebook Password: ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন? চুটকিতে খুঁজে পাবেন এই নিয়মে

Published on:

Facebook Password Tips: আজকের ডিজিটাল যুগে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। Facebook সোশাল মিডিয়া প্লাটফর্ম গুলির মধ্যে জনপ্রিয় প্লাটফর্ম যা কোটি কোটি মানুষ ব্যবহার করে। যতো দিন যাচ্ছে ফেসবুক এর ইউজার এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনার সময় থেকে এই সোশাল মিডিয়া গুলির রমরমা বাজার। সারাদিন ব্যাস্ততার মাঝে আমরা ভুলিনা এই আপের ব্যাবহার। কিন্তু মুশকিলে পরতে হয় যখন আমরা Facebook ব্যাবহার করতে পারনিনা, পাসওয়ার্ড ভুলে যাবার কারনে। চিন্তা করবেন না, কারন এই প্রতিবেদনে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো।

Facebook Password: ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন? চুটকিতে খুঁজে পাবেন এই নিয়মে

ছবি : Pexels

Facebook Password পুনরুদ্ধার করবেন কি করে ?

  • প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে Facebook অ্যাপ ওপেন করুন।
  • এরপর লগইন পেজের উইন্ডো ওপেন হবে।
  • নতুন পেজে লগইনের নীচে  “পাসওয়ার্ড ভুলে গেছেন” লিঙ্কটিতে ক্লিক করুন।
  • এরপর আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যুক্ত ইমেইল বা মোবাইল নাম্বার টাইপ করুন।
  • Facebook আপনার ইমেল বা ফোন নম্বরে একটি OTP সেন্ড করবে।
  • ৬ সংখ্যার OTP টাইপ করে কোনটিনিউ অপশনে ক্লিক করুন।
  • ভেরিফিকেশন হয়ে গেলে, ফেসবুক একটি নতুন পাসওয়ার্ড তৈরি করতে বলবে।
  • এবার নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আপনার Facebook অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন।

Facebook Password পরিবর্তন করবেন কি করে ?

আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন: আপনার Facebook পাসওয়ার্ড পরিবর্তন করতে  প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে Facebook অ্যাপ ওপেন করুন। এরপর আপনার ইমেইল বা ফোন নম্বর এবং পাসওয়ার্ড টাইপ করে লগইনে ক্লিক করুন।।

অ্যাকাউন্ট সেটিংসে যান: লগইন করার পর, পেজের ডানদিকে কোণায় নিচের তীরটিতে ক্লিক করুন। এরপর রপ-ডাউন মেনু থেকে Settings & Privacy তে ক্লিক করারা পর Settings-এ ক্লিক করুন

সিকিউরিটি এবং লগইনে যান: বাদিকের মেনুতে Security and Login অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর নতুন পেজ ওপেন হবে, যেখান থেকে আপনার সিকিউরিটি সেটিংস গুলি পরিবর্তন করতে পারবেন।

পাসওয়ার্ড পরিবর্তন করুন: লগইন সেকশন মধ্যে Change Password অপশনটি দেখতে পাবেন। ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন এই অপশনে ক্লিক করুন।

পুরনো এবং নতুন পাসওয়ার্ড টাইপ করুন: Change Password অপশনটি ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে, সেখানে আপনার পুরনো পাসওয়ার্ড টাইপ করুন এবং নতুন যে পাসওয়ার্ড আপনি ব্যাবহার করতে চাইছেন সেটা টাইপ করে Change Password অপশনে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে।

মনে রাখবেন, একবার আপনার Facebook পাসওয়ার্ড পরিবর্তন করার পর লগ আউট করে পুনরাই লগইন করবেন।

আরও পড়ুন: অবশেষে হোয়াটসঅ্যাপ এডিট ফিচার চালু হয়েছে, জেনেনিন ভুল মেসেজ এডিট করার উপায়